রিপন সারওয়ার (মুক্তাগাছা):
ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলার সিমান্তবর্তী বেগুনবাড়ি বাজারে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসায়ীর স’ মিলে হামলা চালিয়ে ভাংচুর, নগদ টাকা ছিনতাই ও কাঠ লুটের ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে খবর পেয়েই সন্ত্রাসীরা রবিবার রাত আড়াইটার দিকে স’মিলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, মুক্তাগাছা উপজেলার কান্দুলিয়া গ্রামের আঃ লতিফ সরকারের ছেলে পরিবহন ব্যবসায়ী মো. রাসেল সরকারের কাছে কান্দুলিয়া গ্রামের তোরাফ মন্ডলের ছেলে শুধু মিয়া ও আব্দুর রহমানের ছেলে সোলেমান ওরফে ছোলো নেতৃত্বে একটি চক্র ৫ লাখ চাঁদা দাবী করে। রাসেল চাঁদা অস্বীকৃতি জানালে তারা রাসেলের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়াসহ নানাভাবে হুমকি দিতে থাকে। গত শনিবার রাতে বেগুনবাড়ী বাজারে রাসেলে মালিকানাধীন সরকার স’ মিলে গিয়ে শুধু মিয়ার নেতৃত্বে সোলেমান, রুবেল, আব্দুল হক কাইল্লা, আতিক, মাসুম, সামাদ, কাউসার, খলিলসহ ৯/১০ জনের একটি গ্রুপ রাসেল ও মিলের কর্মচারীদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তার গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় তারা মিলে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। তারা মিলের ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়। রাসেল ও মিলের কর্মচারীরা সরে গেলে রাতে তারা মিলে থাকা লক্ষাধিক টাকার কাঠ লুট করে ট্রাকে করে নিয়ে যায়। অন্যদিকে চাঁদা বাজদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির খবর পেয়েই রাতের বেলায় বেগুনবাড়ী বাজারে রাসেলে মালিকানাধীন সরকার স’ মিলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়েই ফায়ার সার্ভিস রাতেই ঘটনাস্থলে পৌছে আগুন নিভান এবং রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স’মিল মালিক রাসেলের স্ত্রী শাহানাজ পারভীন জানান, সন্ত্রাসীরা চাঁদা দাবী করে ব্যর্থ হয়ে শনিবার আমাদের মিলে হামলা ও মারধর করে নগদ টাকা লুট করে নেয়। অবশেষে গতকাল রাত আড়াইটার দিকে মিলে আগুন দিয়ে মিলটি পুড়িয়ে দেয়। এতে মিলের সমস্ত যন্ত্রপাতী, বেল্ট এবং মিলে থাকা ২লক্ষ টাকার কাঠ পুড়ে যায়। আমরা এর সঠিক বিচার চাই এবং তিনি এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে শনিবারের ঘটনায় ময়মনসিংহ বিজ্ঞ আদালতে মামলা প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/ ০৯ মে ,২০২২/ মওম