আজ বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে: ওবায়দুল কাদের

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,কবিরহাট (নোয়াখালী)
নোয়াখালীতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন । ৫ মে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার নিজ বাড়িতে মধ্যাহ্নভোজের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছরের ২৬ ঈদের পর বিএনপি আন্দোলনে নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি। এখন এসব কথা শুনলে জনগণের হাসি পায়। তিনি বলেন, অসুস্থতা ও করোনার কারণে ৩৩ মাস পর নিজ জন্মভূমিতে এসে জনগণের সঙ্গে দেখা করতে পেরে আমার খুব ভালো লাগছে।পরে দুপুর আড়াইটায় বসুরহাট ডাক বাংলোয় কাদের মির্জাবিরোধী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য দেন সেতুমন্ত্রী।এসময় তিনি বলেন, গত দেড় বছরে স্থানীয় আওয়ামী লীগের হানাহানিতে দুটি প্রাণ ঝরেছে। আমি এসেছি, সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি অচিরেই শান্তি ফিরে আসবে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু, ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেহীন রিমন, ওবায়দুল কাদেরের ভাগনে ফখরুল ইসলাম রাহাতসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে দুপুর পৌনে ১২টায় নিজ বাড়িতে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয় পুলিশ। এসময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা মন্ত্রীকে ‘বীর মুক্তিযোদ্ধা’ স্বর্ণপদক ক্রেস্ট দেন। বিকেলে ওবায়দুল কাদেরের কবিরহাট ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কথা বলেন বৃহস্পতিবার বাদ আছর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে কবিরহাট বাজারের হাজী ইদ্রিস চত্তরে এক পথসভায় এসব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নোয়াখালী বাসির প্রাণের দাবি ছিল, নোয়াখালী খাল ও স্বপ্নের জোরালগঞ্জ সড়ক। এ দুটিই বর্তমানে সম্পূর্ণ হয়েছে। কবিরহাট বাসির দীর্ঘদিনের দাবি গ্যাস সংযোগ সেটিও প্রক্রিয়াধীন রয়েছে। শীগ্রই গ্যাস সংযোগের কাজ চালু হবে। ওবায়দুল কাদের আরও বলেন, এলাকার সাথে আমার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্য ও ত্রাণ সামগ্রী দিয়েছি। বহুদিন মা বাবার কবর জিয়ারত করতে পারিনি তাই মনটা বিষন্ন ছিল। যারা আমার ভোটার তাদের মাঝে আসতে পেরে ভাল লাগছে। নিজের বাড়িতে এসেছি ও আমার প্রাণের কবিরহাট উপজেলা বাসির সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরে খুবই আনন্দ লাগছে। কবিরহাটের মানুষ আমাকে ভালোবাসে। আমিও তাদেরকে ভালোবাসি। আজকে কবিরহাটে এই পথসভায় তার প্রমান। এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, জেলা আওয়ামীলীগ সদস্য রেজাউল হক শাহীন, হাতিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, উপজেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য মোহাম্মদ কামাল খাঁন, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আবু জাফর আবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নিজের অসুস্থতার কারণে গত ৩৩ মাস (২০১৯সাল) সালে তিনি নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী—৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) আসতে পারেনি মন্ত্রী। সর্বশেষ ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আজহা উদযাপন করতে বাড়িতে এসেছিলেন তিনি।
আলোকিত প্রতিদিন/ ০৬ মে ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -