মোহাম্মদ জুবাইর
ফেনসিডিল তৈরির কারখানা! কুমিল্লা আদর্শ সদরের অরক্ষিত সীমান্তের বড়জলা মুতিনগর মাদক সম্রাট আকতার সিন্ডিকেট সক্রিয়। শুধুতাই নয়,গোলাবাড়ীর বিজিবির চেকপোষ্টের পাশে ইয়াবা তৈরির ঢাইস ও আছে জালনোটে মেশিন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, রুবেল,জসিম, জাকির,সবুজ,বাপ্পীর বিশাল চোরাচালান সিন্ডিকেট অত্যাধুনিক অস্ত্র,জালনোট মেশিন এবং ইয়াবা তৈরির ঢাইস আছে ভয়ঙ্কর অপরাধী সবুজদের আস্তানায়। গোলাবাড়ীর সীমান্তে বিজিবির চেকপোষ্টের পিছনে সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত সবুজদের আস্তানা। ৩মে পবিত্র ঈদের দিন সকাল ৮টায় নামাজ আদায়ের আগেই কুমিল্লা আদর্শ সদরের ৫নং পাঁচথুবীর গোলাবাড়ীর সীমান্তে চোরাকারবারি (সাঃ চেয়ারম্যান বাহিনীর) ভূঁইয়া বাড়ীর রুবেল,জসিম ও জাকিরদের গুলিবর্ষণ,আহত দোকানদার মোস্তাক গুলিবিদ্ধ স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। এঘটনায় কোতয়ালী মডেল থানা একটি মামলা দায়ের করেন। সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম শহীদ হওয়ার পর,এবার ঈদের নামাজে গোলাবাড়ী সীমান্তে চোরাকারবারিদের গুলিতে আহত দোকানদার মোস্তাক। অনুসন্ধান সূত্র ধরেই প্রকাশঃকুমিল্লা আদর্শ সদরের ৫নংপাঁচথুবীর ইউনিয়নের বিষ্ণুপুর বিজিবির লাইনম্যান কামাল পিতা রেনু মিয়া, গোলাবাড়ী, কোটেশ্বর,শরীফপুর, বড়জলা সীমান্তে মাদকের গডফাদার মুতিনগরের আকতার পিতাঃ মনজিল মিয়া,বিল্লাল পিতাঃ মনজুল আলী,আতর হোসেন পিতাঃবসত আলী,জলিল পিতা রহমত আলী,সাহাপিন পিতাঃসিদ্দিক মুহুরী,মোঃখোরশেদ পিতা সুরুজ মিয়া,ভুয়া ডিবি জুয়েল ওরফে সোর্স জুয়েলদের বিশাল সিন্ডিকেট অস্ত্র এবং মাদক সহজলভ্য!ফেনসিডিলসহ বিভিন্ন মাদক তৈরির কারখানা মুতিনগরে বলে একাধিক সূত্রে জানা গেছে। বর্তমানে উল্লেখিত মাদক অস্ত্র চোরাকারবারিরা গা-ডাকা দিয়েছে প্রশাসনের ভয়ে।
আলোকিত প্রতিদিন/ ০৬ মে ,২০২২/ মওম