এম এইচ আবুল
কুমিল্লা আদর্শ সদরের ৫নং পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি ভূইয়া বাড়ির মসজিদ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
জীবন বাঁচাতে ঈদের নামাজ আদায় করতে আসা মুছুল্লিরা দিক বেদিক ছুটাছুটি করে চলে যায়। আর ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মোস্তাক পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়েযায় নামাজের বিছানায়। এই সময় স্থানিয়রা গুলিবিদ্ধ মোস্তাক কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা নং-০৬ তাং ০৪/০৫/২০২২, রুজু করা হয়। আসামিদের মধ্যে, রুবেল, জসিম, সবুজ মিয়া, জাকির হোসেন, আবদুরব বাপ্পি গং। উল্লেখ্য,একই সন্ত্রাসীরা গত ২৮ শে জানুয়ারী ২০২১ ইং তাং আক্রান্ত মুস্তাকের ছোটভাই দোকানদার মনিরের নিকট দাবী কৃত চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্য কুপিয়ে রক্তাক্ত জখম করে ঐ ঘটনার মামলা নং ৬৩ ২৮/০১/২০২১ একাধিক মামলা থাকা সত্বেও আসামিরা ধরাছোয়ার বাইরে। আসামিদের গ্রেফতারের দাবিতে শত শত এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারগুলো বিজিবি ক্যাম্প সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রোডে (আসামিদের আস্তানার সামনে) বিক্ষুব্ধ মানববন্ধন করে। মানববন্ধনে অভিযোগ প্রকাশঃসিমান্তের শীর্ষ চোরাচালান অস্ত্রধারী সিন্ডিকেটের রুবেল,জসিম,জাকির তিন ভাই পিতাঃমৃত ফরিদ মিয়া এবং সবুজ পিতাঃবিল্লাল,বাপ্পি পিতাঃমনা মিয়া মাদক, অস্ত্র হুন্ডি ব্যবসার নিয়ন্ত্রণ করে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে সর্বশেষ ঈদগাহে মুস্তাকের উপর গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা করে। সুত্র মতে, আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় কর্তার সাথে সখ্যতা গড়ে অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মানববন্ধনে শত শত শত গ্রামবাসী এবং জনসচেতন নাগরিকরা অত্র কিশোর গ্যাং লিডার মাদক সম্রাট অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত বিচারের দাবী জানান।