শহিদুল্লাহ সরকার
আশুলিয়া মডেল টাউনের ভিতরে ঈদ উপলক্ষে মাদকের ছড়াছড়ি। এলাকাবাসীর প্রধান সমস্যার নাম মাদক। পেশাদার মাদক ব্যবসায়ীদের পাশাপাশি ভিন্ন ভিন্ন পেশার আদলে অনেকেই নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসা। উঠতি বয়সের ছেলেরা মাদকের নেশায় জরিয়ে পড়েছে। জন প্রতিনিধি সহ প্রশাসনের প্রতিটি বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তারা এলাকার মাদকের ভয়াবহতা সম্পর্কে অবগত থাকলে ও রহস্যজনক কারনে মাদক নির্মূলে পরিকল্পিত ভাবে তারা নিচ্ছেনা কোনো কার্যকরী পদক্ষেপ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্লিপ্ততার সুযোগকে কাজে লাগিয়ে খাগান, দত্তপাড়া, কাকাবো, পারাগ্রাম আকরান, এলাকার কিছু মাদক ব্যবসায়ীরা সন্ধ্যা হলেই আশুলিয়া মডেল টাউনের ভিতরে সকল প্রকার মাদক বিক্রি করছে। সরেজমিনে তথ্য অনুযায়ী দেখা যায় উঠতি বয়সে ছেলেরা বাইক নিয়ে এসে তারা মাদক ক্রয় করে আশুলিয়া মডেল টাউনের খোলা আকাশের নীচে বসে মাদক পান করে? এবং বান্ধবীদের নিয়ে ফুর্তি করে, কোন বান্ধবী না থাকলে আশুলিয়া মডেল টাউনে ভ্রমণ পিপাসু আসা কোন মেয়ে বা স্বামী স্ত্রী ঘুরতে এলে তাদের সাথে মদ্যপান করে ”ইভটিজিং করা হয়? লাঞ্ছিত হচ্ছে অনেক দাম্পতী? লোক লজ্জায় কেউ থানায় কোন অভিযোগ করে না? এলাকাবাসীর দাবী প্রশাসনের এখনই সময় মাদকের অভিযান চালিয়ে মাদক সেবনকারী উঠতি বয়সের ছেলেদেরকে আইন আইনানুগ ব্যবস্থা করা?