প্রতিনিধি,শেরপুর
১ মে সকাল ১০ ঘটিকায় উপজেলা মুজিবশতবর্ষ মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ নকলা উপজেলার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন এর সভাপতিত্বে এবং জাতীয় শ্রমিক লীগ নকলা উপজেলার সাধারণ সম্পাদক বাবু শ্যামল কুমার সুত্রধরের সঞ্চালনায় কুরআন থেকে তেলওয়াত করেন, রাজমিস্ত্রী সমিতির সহ সভাপতি, জরিপ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,আওয়ামী লীগ নেতা বাবু ইন্ধজিত কুমার ধর,উপজেলা পরিষদ এর দুইবারে ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, বাবু শ্যামল কুমার সুত্রধর,সাধারণ সম্পাদক উপজেলা শাখা,সফির হোসেন প্রমুখ, তিনি বলেন, আমরা শ্রমিকরা এখনো মালিকদের হাতে মাইর খাই,এগুলো ক্ষতিয়ে দেখা দরকার আর আমরা শ্রমের মূল্য ঠিক মতো পাচ্ছি না, নেতৃবৃন্দে কাছে দাবি আমাদের অধিকার আদায়ে ভুমিকা রাখবেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার এবং প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বিদ্যুৎ কারিগরি সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, শ্রমিক নেতা লালনসহ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশীলজন। আলোচনা সভা শেষে মুক্ত মঞ্চ থেকে র্যালি বের হয়ে পূণরায় একই স্থানে শেষ হয়।
আলোকিত প্রতিদিন/ ০১ মে ,২০২২/ মওম