ত্রিপুরারী দেবনাথ তিপু
হবিগঞ্জের মাধবপুর বাজারের কোন দোকানেই ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না, ভোক্তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে, আজ ১লা মে রবিবার উপজেলা প্রশাসন কর্তৃক এক আকস্মিক অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সঙ্গে ছিলেন মাধবপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ এবং স্থানীয় কাউন্সিলরগণসহ সচেতন নাগরিকবৃন্দ। অভিযানকালে দেখা যায় যে প্রত্যেক দোকানের পিছনে, উপরতলায় ও গুদামঘরে বিপুলসংখ্যক তেলের কার্টুন মজুদ রয়েছে। বাজারের অন্যতম বৃহৎ তেল সরবরাহকারী মেসার্স অজিত কুমার পাল এর দোকানে গিয়ে কোন তেল পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে তারা জানান তাদের গুদামঘরে সামান্য কিছু তেলের মজুদ রয়েছে। অথচ গুদামঘরে অভিযান চালিয়ে দেখা যায় সেখানে বিপুলসংখ্যক তেলের কার্টুন সংরক্ষিত। চাহিদা থাকা সত্ত্বেও খুচরা বিক্রেতাদের কাছে তেল বিক্রয়ে অনীহা প্রকাশ এবং বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করার অপরাধে এ প্রতিষ্ঠানকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় পার্শ্ববর্তী সুনীল স্টোরকেও ২০,০০০ টাকা জরিমানা করা হয়। ক্রেতাসাধারণের জন্য ন্যায্যমূল্যে তেল সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে মেসার্স শংকর পাল, মেসার্স অজিত পাল, মেসার্স সুনীল স্টোর, মেসার্স নিলয় স্টোরসহ সকল ভোজ্য তেল সরবরাহকারী এবং বৃহৎ ও মাঝারি ব্যবসায়ীকে পুলিশ ও আনসার বাহিনীর তত্ত্বাবধানে নির্ধারিত ন্যায্যমূল্যে তেল বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয় এবং তা বাস্তবায়ন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপপ্রয়াস রুখতে প্রশাসন বদ্ধপরিকর।
আলোকিত প্রতিদিন/ ০১ মে ,২০২২/ মওম