আজ শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিন সহস্রাধিক রিক্সা, ভ্যান, অটো ও সিএনজি চালকদের মাঝে ঈদ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  ২৮ এপ্রিল বৃহস্পতিবার  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যমুনা ব্যাংক এবং গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা’র অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ  মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া’র নিজস্ব অর্থায়নে এসব ঈদ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়। ব্রাহ্মণখালী জনতা উচ্চতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক। সভায় বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আব্দুল হামিদ, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন কুসুম, ইউপি সদস্য আলমগীর হোসেন, রিটন প্রধান, কৃষকলীগ নেতা অলিউল্লাহ মীর, এ্যাডভোকেট আক্তারুজ্জামান, আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, আসাদুল্লাহ, ফরিদ হোসেন, ছাত্রলীগ নেতা আজমির হোসেন, কিরন ভুঁইয়া, ফজুল হক,  হাবিবুর রহমান, শান্ত ও সাগর প্রমুখ।
পরে রিক্সা, ভ্যান, অটো এবং সিএনজি চালকদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

আলোকিত প্রতিদিন/ ২৮ এপ্রিল ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -