প্রতিনিধি,মাধবপুর
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাস্তার পাশ থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ এপ্রিল বুধবার মাধবপুর -মনতলা সড়কের সেউলিয়া ব্রীজের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। সদ্য নবজাতক শিশুর লাশ উদ্ধার করেন, মাধবপুর থানার উপ-পরিদর্শক শামসুল আরেফিন। তিনি জানান, নবজাতক শিশুটি কন্যা সন্তান। নবজাতক শিশু কন্যা সন্তানটি ভূমিষ্ট হওয়ার সাথে সাথে মারা যায় বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে খবর নেওয়া হচ্ছে, এমন কি পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়ীয়ায় বিভিন্ন হাসপাতালে গোপনে খবর নিয়ে দেখার চেষ্টা
চালিয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৭ এপ্রিল ,২০২২/ মওম