2:44 pm |আজ বৃহস্পতিবার, ১২ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৬শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ২৪শে শাওয়াল ১৪৪৩ হিজরি
ত্রিপুরারী দেবনাথ তিপু
মুজিবর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিদান ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান করা হচ্ছে আগামী ২৬ এপ্রিল। এ পর্যায়ে হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলার জন্য ৯৪১ টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। যার মধ্যে ৭৭৩টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভূমিহীন-গৃহহীনকে জমি ও ঘর প্রদানের ৩য় পর্যায়ে মাধবপুর উপজেলার ৭০টি পরিবারকে এ সুবিধা দেয়া হচ্ছে। এই উপলক্ষে ২৫ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। উপস্থিত ছিলেন, সাংবাদিক বৃন্দ।