আজ সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সাভার থেকে অপহৃত শিশু পাবনায় উদ্ধার, আটক ১

-Advertisement-

আরো খবর

মোঃ আলী হোসেন
ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে অপহৃত ১২ বছরের শিশুকে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অভিযুক্ত অপহরণকারী যুবক সজিব (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সজিব (২৪) কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেদিয়া গ্রামের মোঃ আরানের ছেলে ও সাভারে রাজফুলবাড়িয়া এলাকার মজিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম। তিনি বলেন, গত বৃহস্পতিবার ২১/৪/২২ইং তারিখে সকাল ১০ টা নাগাদ গ্রেপ্তারকৃত যুবক তার প্রতিবেশী ১২ বছর বয়সী এক কন্যা শিশুকে কৌশলে অপহরণ করে পাবনার ঈশ্বরদী এলাকায় তার(গ্রেপ্তারকৃত যুবক) মামার বাড়িতে নিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটির মা সাভার মডেল থানায় এবিষয়ে লিখিত অভিযোগ দিলে গতকাল সন্ধায় অভিযান চালিয়ে শিশুটিকে ঈশ্বরদী থেকে উদ্ধার করা হয়, একইসাথে গ্রেপ্তার করা হয় অপহরণকারী যুবক সজিবকে। এঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আজ ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম।গ্রেপ্তার সজিবকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আলোকিত প্রতিদিন/ ২৩ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -