8:57 am |আজ সোমবার, ৯ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৩শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ২১শে শাওয়াল ১৪৪৩ হিজরি
প্রতিনিধি,পাথরঘাটা
বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৬০ কেজি হাঙর, ১০ কেজি শাপলা পাতা মাছসহ পাঁচ জনকে আট করেছে পাথরঘাটা কোস্টগার্ড। ২৩ এপ্রিল শনিবার ১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটককৃরদের আর্থিক জরিমানা করে মাছগুলো বিনষ্ট করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. এইচ.এম.এম. হারুন অর রশিদ জানান, বিষখালী নদীতে এম. বি ‘চার বোন’ নামক একটি কাঠের ট্রলার তল্লাশি করে এসব মাছসহ তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩ হাজার টাকা জরিমান করা হয় । এরপর জব্দকৃত হাঙর ও শাপলা পাতা মাছ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করলে সেগুলো মাটি চাপা দেওয়া হয়।