- Advertisement -
- Advertisement -
নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা হওয়ার পর রাজধানীর নিউমার্কেট ও তার আশপাশের দোকানগুলো স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলতে শুরু করেছেন। অনেকের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করায় তারা আজ দোকানপাট খুলছেন না। তারা দোকানপাট পরিচ্ছন্নতার কাজ করছেন।২১ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিউমার্কেটের প্রধান প্রধান গেটগুলো বন্ধ দেখা গেছ। এ সময় মার্কেটের প্রবেশদ্বারগুলোতে সাদা পতাকা উড়তে দেখা গেছে। ব্যবসায়ীরা ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ।এই ব্যবসায়ী নেতা বলেন, ‘আমরা প্রধান গেটগুলো এখনও সরাসরি খুলে না দিলেও ব্যবসায়ীরা ভেতরে ধোয়া-মোছা এবং গোছগাছের কাজ করছেন। সবাইকে তো কিছু নিয়মকানুন মানতে হবে। আমাদের দোকানপাট খুলে দেওয়ার ঘোষণা রয়েছে।এখনও পুরোপুরিভাবে স্বাভাবিক হয়নি।’
তিনি আরও বলেন, ‘আশপাশের দোকানদাররা ধীরে ধীরে তাদের দোকান খুলতে শুরু করেছেন। সংঘর্ষের সময় অনেক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর মেরামতের বিষয় রয়েছে।” এদিকে যে দুটি দোকানকে নিয়ে সংঘর্ষের সূত্রপাত তার মধ্যে ক্যাপিটাল ফার্স্টফুডের দোকানটি বন্ধ রয়েছে। অপরদিকে, ওয়েলকাম ফার্স্টফুডের দোকান খুলেছেন ব্যবসায়ীরা।
আলোকতি প্রতদিনি/ ২১ এপ্রলি ,২০২২/ মওম
- Advertisement -