আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরে বিনামূল্যে লটারির কুপন তুলে খাদ্য সামগ্রী পেয়েছে ২শত জন

আরো খবর

নুরুন্নবী নুরু
রংপুরে বিনামুল্যে লটারির কুপন তুলে খাদ্য সামগ্রী পেয়েছে সমাজের অবহেলিত, অসহায় ২ শ মানুষ। রিজিকের মালিক আল্লাহ এই কর্মসুচির মাধ্যমে ১১ প্রকারের খাদ্য সামগ্রী পেয়েছে তারা। এই প্যাকেজে রয়েছে চাল, ডাল, গরুর মাংস, মুরগী, ডিম, তেল, লবন, পিয়াজ, মুড়ি, ছোলা এবং সেমাই। এই ভিন্ন রকমের আয়োজন করেছেন রংপুরের নারী ক্রিকেটার আরিফা জাহান বিথি। ২১ এপ্রিল বৃহস্পতিবার নগরীর শাপলা চত্বর এলাকায় সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এই কর্মসূচী। সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় একটি র‌্যাখে থরে থরে সাজানো রয়েছে খাদ্য সামগ্রী। খাচাঁয় রয়েছে মুরগি। ৫০০ গ্রামের গরুর মাংস,২ কেজি চাল, ১ কেজি পিয়াজ, তেল, ডাল, লবন, মুড়ি, ছোলা, সেমাই রয়েছে। পাশের টেবিলে একটি কুপন বক্স রয়েছে। উপকারভোগিরা এই কুপন তুলে কুপনে লেখা খাদ্য সামগ্রী নিজ হাতে প্যাকেটে ভরে নিয়ে যাচ্ছেন। এই কাজে সহযোগিতা করছেন উদ্যোক্তা বিথিসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা। রিজিকের মালিক আল্লাহ এই কর্মসূচীর আওতায়, ভিক্ষুক, প্রতিবন্ধী, অসহায় নারী এবং পুরুষ বিনামুল্যে লটারীর কুপনের মাধ্যমে এই খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। উপকারভোগী রহমত পেশায় একজন ভিক্ষুক। রাস্তা দিয়ে যাওয়ার সময় জানতে পেরে তিনি এই কর্মসূচীর আওতায় তিনি গরুর মাংস পেয়েছেন। ৫০০ গ্রামের গরুর মাংসের প্যাকেট পেয়ে তিনি খুশি। প্রতিবন্ধী আলমা খাতুন জানান, তিনি বিনামুল্যে এই লটারীর কুপনে চাল ডাল পেয়েছেন, এক দিনের খাবার পেয়ে তিনিও খুশি। অপর উপকারভোগি ছালমা বেগম জ্যান্ত মুরগী পেয়ে আনন্দে কেঁদে ফেলছেন। ভিক্ষা করে যা আয় তা দিয়ে মুরগী কেনা খুবই কষ্টকর জানালেন তিনি। উদ্যোক্তা আরিফা জাহান বিথি দৈনিক আলোকিত প্রতিদিনকে জানান, একেবারে সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য এই আয়োজন। রিজিকের মালিক আল্লাহ এই কর্মসুচির মাধ্যমে ২ শ মানুষের মাঝে ১১ প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এটি ঈদ উপলক্ষে করা হয়েছে। আরো অন্যান্য কর্মসূচী চলমান রয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য নারী ক্রিকেটার আরিফা জাহান বিথি রমজান মাসে ২০০-৩০০ মানুষের মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
আলোকতি প্রতদিনি/ ২১ এপ্রলি ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -