3:02 pm |আজ বৃহস্পতিবার, ১২ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৬শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ২৪শে শাওয়াল ১৪৪৩ হিজরি
মোঃ আনোয়ার হোসেন
ব্রাহ্মণবাড়িয়া জেলার, নবীনগর উপজেলা, বড়িকান্দি ইউনিয়ন, কুলাসিন গ্রামে ২০ এপ্রিল 2022 রোজ বুধবার বিকেল চার ঘটিকায় কুলাসিন সরকারি প্রাইমারি উচ্চ বিদ্যালয়ে একটি সুন্দর মনোরম পরিবেশে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুলাসিন সরকারি প্রাইমারি উচ্চ বিদ্যালয় শ্রীঘর বাজার থেকে দুই কিলোমিটার দূরে স্কুলের পাশে একটি দৃষ্টিনন্দিত মাদ্রাসা আছে মাদ্রাসা দারুসুল কুরআন এবং সুন্নাহ। কুলাসিন সরকারি প্রাইমারি উচ্চ বিদ্যালয় দোতালায় হলরুমে অনুষ্ঠানটি কার্যক্রম শুরু হয়। সভাপতি মাদকমুক্ত নবীনগর চাই বড়িকান্দি ইউনিয়ন শাখার মহিউদ্দিন আহম্মদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, কুলাসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি জনাব গোলাম মাওলা খান(দিপু) , সভাপতি কুলাশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপাধ্যক্ষ, সলিমগঞ্জ কলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমগঞ্জ কলেজের প্রভাষক আবু হানিফ , প্রভাষক মোহাম্মদ শাহিন মিয়া। শামীমা খাতুন প্রধান শিক্ষক কুলাসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। কুলাসিন ওয়ার্ড মেম্বার শামসুজ্জামান সামছু। সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন। আলোকিত প্রতিদিন জেলা প্রতিনিধি ও দ্যা বাংলাদেশ টুডে ও, দ্য বাংলাদেশ মিডিয়া নবীনগর উপজেলা প্রতিনিধি,ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নবীনগর উপজেলা প্রেসক্লাব। আরো উপস্থিত ছিলেন। মো নাজির হোসেন মাষ্টার সাবেক জেলা ছাত্রলীগের ভাইসপেসিডন্ট , রেজাউল করিম সাধারণ সম্পাদক, মাদকমুক্ত নবীনগর চাই এর বড়িকান্দি ইউনিয়ন শাখা। শিহ্মিকা আফরোজ আক্তার মোঃ ইসমাইল মিয়া, মিন্টু মিয়া, অহাব মিয়া, জিলু মিয়া, আক্তার হোসেন নিলয়, ছাদেক মিয়া, হেলাল, আবুবকর,হাসিফ মিয়া সহ অসংখ্য গুণীজন উপস্থিত থেকে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে পরামর্শ মূলক আলোচনা করেন।