1:48 pm |আজ বৃহস্পতিবার, ১২ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৬শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ২৪শে শাওয়াল ১৪৪৩ হিজরি
প্রতিনিধি,নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে আতঁশবাজি (বারুদ) বিস্ফোরণে নাছিমা আক্তার (৩০) ও আফিলা খাতুন (৫০) নামে দুই মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। ২০শে এপ্রিল বুধবার ভোর ৬টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাশঁহাটি গ্রামের মৃত চান মিয়ার পুত্র বোরহান উদ্দিনের অবৈধ আতঁশবাজি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত নাছিমা আক্তার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামের আবুল হোসেনের স্ত্রী এবং আফিলা খাতুন দক্ষিণ বাশঁহাটি গ্রামের আব্দুল গণি’র স্ত্রী। স্থানীয় এবং একাধিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত বোরহান উদ্দিন লাইসেন্স বিহীন আতঁশবাজির সরঞ্জাম সংরক্ষন সহ বিভিন্ন ধরনের আতঁশবাজি তৈরী করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উক্ত কারখানায় জনপ্রতি ৫০০ টাকা হাজিরায় ১৪/১৫জন মহিলা নিয়মিত আতঁশবাজির কাজ করে আসছে বলে এলাকাবাসী জানায়। ঠিক প্রতিদিনের মতোই কাজ করতে যায় নাছিমা ও আফিলা খাতুন। একপর্যায়ে ভোর ৬টার দিকে হঠাৎ এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দুজনের দেহ চিহ্ন-বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি পাকাঘর সহ ৪ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরের চাল উড়ে যায় এবং ঘরের দেওয়াল ভেঙ্গে চতুরপাশে ছিটকে পড়ে। এছাড়া উক্ত ঘরের মাঝখানে পাকা ফ্লোর ডেবে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়। এলাকাবাসী আরো জানায়, জনবহুল পল্লীতে এ ধরনের অবৈধ আতশঁবাজির কারখানায় আমরা সবসময় আতঙ্কের মধ্য ছিলাম, আর এখন বাস্তবেই একটি ভয়াবহ দূর্ঘটনা ঘটেই গেলো। এ দিকে কারখানার মালিক বোরহান উদ্দিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। উক্ত ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, গৌরীপুর সার্কেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। নব-নির্বাচিত স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করে খূবই দুঃখ প্রকাশ করেছেন। এ ব্যাপারে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইসেন্স বিহীন অবৈধভাবে আতঁশবাজি তৈরী করতে গিয়ে এ বিস্ফোরন ঘটে। আমরা ঘটনাটির তদন্ত করছি, তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ২০ এপ্রিল ,২০২২/ মওম