আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুই প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। গত শনিবার খোস্ত এবং কুনার প্রদেশে চালানো এসব হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন তারা। রবিবার খোস্ত প্রদেশের তথ্য এবং সংস্কৃতি বিষয়ক পরিচালক সাবির আহমাদ ওসমানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘খোস্ত প্রদেশের ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় ৪১ বেসামরিক, মূলত নারী এবং শিশু নিহত এবং আরও ২২ জন আহত হয়েছে।’ আরও দুই কর্মকর্তা খোস্তে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এছাড়া শনিবার এক আফগান কর্মকর্তা জানান, কুনার প্রদেশে ছয় জন নিহত হয়েছেন। আফগানিস্তানের সবচেয়ে বড় নিউজ চ্যানেল টোলো নিউজ শিশুদের মরদেহের ছবি প্রচার করে জানিয়েছে তারা বিমান হামলায় নিহত হয়েছে। একই চ্যানেলের খবরে দেখানো হয়েছে খোস্তের হাজার হাজার বাসিন্দা পাকিস্তানের নিন্দা জানিয়ে বিক্ষোভ করছেন এবং পাকিস্তান বিরোধী স্লোগান দিচ্ছেন। পাকিস্তান সেনাবাহিনী এখন পর্যন্ত এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুলের তালেবান কর্তৃপক্ষের কাছে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার তাগিদ দিয়েছে। গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের দাবি আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র গ্রুপ নিয়মিতভাবে পাকিস্তানে হামলা চালাচ্ছে।
আলোকিত প্রতিদিন/ ১৮ এপ্রিল ,২০২২/ মওম সূত্র: আল জাজিরা