মোঃহারুনুর রশিদ
চাঁদপুরের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায়,কচুয়া উপজেলা সার্কেল অফিসার ইনচার্জ ওসি মোঃমহিউদ্দীন এর নেতৃত্বে ১৭ই এপ্রিল রবিবার সকাল ১১টার সময় কচুয়ার সাব ইন্সপেক্টর নিরস্র মোঃ রাজ্জাক আহাম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে জগতপুর হইতে কুমিল্লা টু চাঁদপুর মহাসড়কের স্কুলের পশ্চিম পাশের গেইটের দক্ষিণের পাঁকা রাস্তার উপর হইতে যাত্রীবাহী একটি বাস থেকে তল্লাশী করে, আনুমানিক (৮০০০০/-) ৪কেজি গাঁজাসহ মোঃমিজান মোল্লা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন কচুয়া থানা পুলিশ। আসামী হলেন মোঃ মিজান মোল্লা (৩৭) পিতাঃ মহিউর রহমান মোল্লা,মাতাঃ মৃতঃজরিনা বেগম গ্রামঃ বড় সোনামুখী (মোল্লা বাড়ী) রৌদ্রকর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, থানাঃ শরিয়তপুর (সদর) জেলাঃ শরিয়তপুর। অত্র আসামাীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় নিয়মিত মামলা রজু করিয়া মাদক ব্যবসায়ী আসামীকে চাঁদপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।