প্রতিনিধি,নোয়াখালী :
নোয়াখালী সদর উপজেলার লাল পুর গ্রামে জাল দলিল সৃজন করে প্রতারনার মাধ্যমে ভূমি আত্নসাতের পায়তারার অভিযোগে রাজু নামে এক যুবককে কারাগারে প্রেরণ করেছে আদালত। অভিযোগে যানা যায় লালপুর মৌজার জেলা জরিপে ৩০ এমআরআর ১৭ খতিয়ানে ২নং দাগে ১০ শতাংশ ভূমি লাল পুর গ্রামের আবদুস সোবহান সওদাগর বাড়ীর বিধবা ফিরোজা খাতুন বসবাস করে আসছিলো। উক্ত ভূমি আত্নসাত করার জন্য পাশের বাড়ীর মৃত জহিরুল হকের পুত্র মোঃ রাজু বিভিন্ন ভাবে ফিরোজা খাতুনের পরিবার পরিজনকে মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছে। নোয়াখালী সদর সাব রেজিস্টারের সহি জাল করে এবং জাল দলিল সৃজন করে । উক্ত জাল দলিলের বিরুদ্ধে ফিরোজা খাতুনের দৌহিত্র আহসান জুলকার নাইম বাদী হয়ে নোয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি পিটিশন মামলা দায়ের করে। বর্তমানে সি.আর ১৪৫/২২। বিজ্ঞ আদালত মামলাটি নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন। পিবিআই ঘটনার সত্যতা পেয়ে আদালতে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। আদালত আসামীর বিরুদ্ধে সমন ইস্যু করেন। ১৭ এপ্রিল রবিবার আসামী মোঃ রাজু আদালতে হাজির হলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।
আলোকিত প্রতিদিন/ ১৬ এপ্রিল ,২০২২/ মওম