সোহেল রানা চৌধুরী
কাজের সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন হতদরিদ্র দিনমজুর শাহ আলম (৫০)। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর ৩ নম্বর গেটের পাশে রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্বার করে রেলওয়ে পুলিশ। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চকপাড়া এলংজানি গ্রামের মো. মোজাম্মেল প্রামাণিকের ছেলে। রবিবার সকাল সোয়া ৭টার দিকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, কাজের সন্ধানে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক শ্রমজীবী মানুষ প্রতিদিন দৌলতদিয়াঘাটে আসেন। প্রতিদিন সকালে তারা রেলস্টেশনের প্ল্যাটফরমের ওপরে শ্রম বিক্রির জন্য জড়ো হন। তাদেরই একজন ছিলেন শাহ আলম। শনিবার সারা দিনেও তিনি কোনো কাজ পাননি। তার কাঁধে একটি ব্যাগ এবং হাতে একটি কাঁচি ছিল। কাজ না পেয়ে তিনি সারা দিন ওই এলাকা দিয়েই ঘোরাঘুরি করছিলেন। দুলাল শীল নামের স্থানীয় একজন বলেন, এ ধরনের শ্রমজীবী লোকজন প্রতিদিন যৌনপল্লীর ৩ নাম্বার গেটের পাশে রেলস্টেশন এলাকায় জড়ো হন। যারা কাজ পান তারা চলে যান আর যারা কাজ পান না তারা রাত হলে স্টেশনের পাশেই শুয়ে পড়েন। এই লোকটি সেভাবেই ঘুমিয়ে পড়েন। পরে সকালে তাকে মৃত দেখা যায়। মোজাম্মেল হক নামে স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী বলেন, লোকটি নিতান্তই হত দরিদ্র। কাজ না পেয়ে হয়তো ক্ষুধা-তৃষ্ণা নিয়েই লোকটি খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়েছিলেন। এখানে কম টাকায় বোডিংয়ে থাকার সুযোগ রয়েছে। পকেটে ৫০ টাকা থাকলেও কোনো মানুষের এভাবে রেলের পাশে ঘুমানোর কথা নয়। গোয়ালন্দ রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই শহীদ বলেন, মৃত ব্যক্তিটির পকেটে থাকা আইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নাম্বার দেখে আমরা তার পরিচয় নিশ্চিত হই। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। বিষয়টি নিশ্চিত করার জন্য লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১৭ এপ্রিল ,২০২২/ মওম