প্রতিনিধি,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
বাংলা নববর্ষ ১৪২৯ উদ্যাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল বৈশাখী মেলা উদ্বোধন, আলোচনা সভা ও র্যালি। রঙ, বে-রঙের বেলুন উড়িয়ে, বাঁশি বাজিয়ে ও নানা সঙ সেজে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা কমপ্লেক্স, মঠেরঘাট, সরকারি মুড়াপাড়া কলেজ ও মুড়াপাড়া এলাকা পরিদর্শন শেষে মুড়াপাড়া আমবাগানে আয়োজিত মেলা প্রাঙ্গণে শেষ হয়। প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহমেদ, উপজেলা যুবউন্নয়ন অফিসার মাসুদ মজুমদার, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, আলহাজ্ব আব্দুল মান্নান মুন্সি, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমূখ। সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, বাংলা নববর্ষ সব বাঙ্গালির উৎসব। এ উৎসব সার্বজনীন উৎসব। সুখ ও শান্তিতে সকলের জীবনে ভয়ে আসুক নতুন বছরের নতুন দিগন্ত। উন্মুক্ত হোক নতুন সূর্যের আলোয়। হিংসা, প্রতিহিংসা, জটিলতা সরে যাক সকলের মন থেক। মানবতার বন্ধনে আবদ্ধ হোক সকলের জীবন।
আলোকিত প্রতিদিন/ ১৪ এপ্রিল ,২০২২/ মওম