আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় যানজট নিরসনে  উচ্ছেদ অভিযান পরিচালিত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

রিপন সারওয়ার 

মুক্তাগাছা উপজেলায় যানজট নিরসনে রাস্তার দুই পাশে থাকা গাড়িপার্কিং, ভ্রাম্যমান দোকান এবং উচ্ছেদ অভিযান পরিচালিত করেছে পৌর মেয়র আলহাজ  বিল্লাল হোসেন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর। মঙ্গলবার দুপুরে মুক্তাগাছা উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক সহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের দুই পাশে থাকা পার্কিং করা গাড়ি, ফুটপাত এবং বিভিন্ন দোকানের সামনে থাকা সাইনবোর্ড অপসারণসহ পৌরশহর পরিষ্কার পরিচ্ছন্নতা ও যানজট নিরসনে সচেতনতা বৃদ্ধি করা হয়। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে শহরের রাস্তাগুলোর মোড়ে মোড়ে গড়ে উঠা অস্থায়ী দোকান বসানোর কারণে শহরকে যানজটের সৃষ্টি করছে। পরিস্কার পরিচ্ছন্নাতর এমন অভিযানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। স্থানীয়রা বলছেন এমন অভিযান কিছুদিন পর পর পরিচালনা করলে যানজটমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব।
উচ্ছেদ অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মনসুর, সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, ওসি তদন্ত চাঁদ মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিস আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ১২ এপ্রিল ,২০২২/ মওম     

- Advertisement -
- Advertisement -