আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

তরমুজ এর বাজারে লাগামহীন দাম,ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান

-Advertisement-

আরো খবর

ত্রিপুরারী দেবনাথ তিপু
হবিগঞ্জের মাধবপুরে  রমজান  মাসকে ঘিরে তরমুজ বাজারে   লাগামহীন দামে বিক্রি করায়  ১২ এপ্রিল মঙ্গলবার দুপুর বেলা  ভোক্তা অধিকার সংরক্ষণ  সহকারী  পরিচালক  হবিগঞ্জ   দেবানন্দ সিনহার নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা হয়।  তরমুজ এর দাম লাগামহীন দামে বিক্রি করছে,  ইচ্চে  মত  দামে বিক্রি করছে দোকানিরা এতে  দিশেহারা নিম্ন আয়ের মানুষ। তরমুজের  বেশি দামে বিক্রি করার লক্ষ্যে  ক্যামিকেল   ব্যবহার করে  পাকানোর পর বেশি দামে বিক্রি করা হচ্ছে  বলে ক্রেতাদের অভিযোগ।
আলোকিত প্রতিদিন/ ১২ এপ্রিল ,২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -