8:20 am |আজ সোমবার, ৯ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৩শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ২১শে শাওয়াল ১৪৪৩ হিজরি
মোঃ জিয়াউল ইসলাম
বরগুনার পাথরঘাটায় ১০ এপ্রিল রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাথরঘাটার ফায়ার সার্ভিস খবর পেয়ে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে । জানিয়েছেন পাথরঘাটা ফায়ার সার্ভিস। এ আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক সমিতির বরগুনা জেলা সভাপতি জনাব গোলাম মোস্তফা চৌধুরী। পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।