মোঃ আলী হোসেন
ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল থেকে পড়ে অজ্ঞাত গাড়ির চাপায় সুমাইয়া খানম ঊষা (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী। ১০ এপ্রিল রবিবার সকালে সাভার হাইওয়ে থানার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ৯ এপ্রিল শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নবীনগরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে অজ্ঞাত গাড়ি চাপায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত ঊষা সাভারের আশুলিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ইশরাত হোসেনের মেয়ে।সাভার হাইওয়ে থানার ইনচার্জ আতিকুর রহমান জানান, রাতে স্বামীর সঙ্গে ঊষা শিক্ষার্থী মোটরসাইকেলে করে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে পৌঁছালে মোটরসাইকেল থেকে পড়ে যান ঊষা। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড় তাকে চাপা দেয়। এ সময় ঊষার স্বামীও গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঊষাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে ঘাতক ওই গাড়ি এবং চালকের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে জানান আতিকুর রহমান।
আলোকিত প্রতিদিন/ ১০ এপ্রিল ,২০২২/ মওম