মোঃ মহিদ
মানিকগঞ্জে ১১ লক্ষ ২০ হাজার টাকার হেরোইনসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার দিনগত রাতে সদর উপজেলার গোলড়ার চরখণ্ড এবং সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ১০ এপ্রিল রবিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়। আটককৃতরা হলেন—কৃষ্ণপুর গ্রামের মো. নয়া মিয়ার ছেলে মো. আওলাদ হোসেন (৪২), কামতা গ্রামের সবুর উদ্দিনের ছেলে মো. আ. রাজ্জাক (২৫), কৃষ্ণপুরের ওয়াদুদুর রহমান (৪৫), মো. লাভু (৩৪), মো. মোয়াজ্জেম হোসেন (২৯), মো. আরিফুল ইসলাম (৩০), মো. লুৎফর রহমান (৫২), মো. শামীম হোসেন (৩১), মো. ফারুক হোসেন (৩৫)। বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক-নির্দেশনায় এসআই আসাদ মিয়ার এবং এসআই মো. কায়সার হামিদের নেতৃত্বে সাটুরিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড ও গোলড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ১ শ ১২ গ্রাম হেরোইন উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের নামে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় পৃথক ৩টি মামলা হয়েছে বলেও জানান তিনি।