মোঃ মহিববুল্লাহ হাওলাদার
ভান্ডারিয়া উপজেলার ৪নং মেদিরাবাদ (১) সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের নৈশপ্রহরীকাম দপ্তরি বিপ্লবমিস্ত্রী (৩৫)কে গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানাযায়, উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৪নং মেদিরাবাদ(১) সরকারি প্রাথমিক বিদ্যালয় নৈশপ্রহরী কাম দপ্তরি মেদিরাবাদ এলাকার যশোদা মিস্ত্রীর ছেলে বিপ্লব মিস্ত্রী গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের দোতালার একটি রুমে ছাত্রি টিকে একা পেয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে। এসময় অন্য এক শিক্ষার্থী বিষয়টি দেখে ফেললে ওই রুম থেকে বিপ্লব কেটে পরে। বিষয়টি শিক্ষার্থীরা লোক লজ্জার ভয়ে প্রকাশ না করলে আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের এলাকায় ঘটনাটি জানাজানি হলে প্রধান শিক্ষক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিয়ে শালিশ বৈঠকে বসে। এসময় এলাকা বাসী ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থি হয়ে বিপ্লবকে গ্রেফতার করে। এ ঘটনায় মেয়ে বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কুমার মিত্র জানান বিষয়টি আজ জানতে পেরে বিদ্যালয়ের কমিটিকে অবহিত করেন এবং বিষয়টি সমাধানের আলোচনা চলছিল এসময় পুলিশ এসে বিপ্লবকে থানায় নিয়ে যায়। ভান্ডারিয়া থানার পরিদর্শক মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নৈশপ্রহরী কাম দপ্তরীকে গ্রেফতার করে।
আলোকিত প্রতিদিন/ ৭ এপ্রিল ,২০২২/ মওম