আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বিল্ডিং থেকে পড়ে প্রান গেল ৬০ বছরের বৃদ্ধের

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোঃজিয়াউল ইসলাম

বরগুনার পাথরঘাটায় বিল্ডিং এর সানসেট থেকে গাছের ডাল কাটার সময় নিচে পরে ৬০ বছরের মো. নুহু হাওলাদার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরশহরের ১নং ওয়ার্ড পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃতঃ নুহু হাওলাদার পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত আতাহার হাওলাদারের ছেলে। মাওলানা নুহুর প্রতিবেশী আল- আমিন জানান, সকালে রেইনট্রি গাছের ডাল কাটার জন্য বের হন  মাওলানা নুহু। এসময় তিনি রেইনট্রি গাছের ডাল কাটলে সেই ডাল পাশের মেহগনি গাছের ডালের সাথে আটকে যায়। পরে মেহগনি গাছের পাশে সিদ্দিক ডাক্তারের ৩ তলা বাড়ির বিল্ডিংয়ের সানসেট থেকে মেহগনি গাছের ডাল থেকে রেইট্রি গাছের ডালটি ছারাতে গেলে সেই ডালের সাথে নিচে পরে যায়  মাওলানা নুহু। তখন স্থানীয়রা দেখে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ঘটনাটি দুঃখজনক তবে এবিষয়ে এখন পর্যন্ত আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।

আলোকিত প্রতিদিন/ ০৬ এপ্রিল, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -