প্রতিনিধি,নীলফামারী:
নীলফামারীর ডিমলায় কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের সূচনা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,কৃষি কর্মকর্তা সেকেন্দার আলি, উপজেলার ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।চলতি মৌসুমে উপজেলার মোট ৩০০ জন ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার করা হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য পাঁচ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ,২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি হারে পটাশ সার পাবেন। উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলি জানান, বিতরণ সার এবং বীজ মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন।
আলোকিত প্রতিদিন/ ০৫ এপ্রিল, ২০২২/ মওম
- Advertisement -

