আজ রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -
প্রতিনিধি,নেত্রকোণা
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এ মাঠে  নেমেছে নেত্রকোণার জেলা প্রশাসন,   ২ এপ্রিল   নেত্রকোণা জেলা শহরের ছোট বাজার, বড় বাজারসহ বেশ কয়েকটি বাজার মনিটরিং করেন নেত্রকোণা  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজি মোঃ আবদুর রহমান। এসময় তিনি বলেন, “চাহিদা অনুযায়ী বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে প্রশাসন। দাম বাড়াতে তৎপর অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে পুরো রমজান মাসজুড়ে বাজার তদারকি করবে জেলা প্রশাসন।” কৃত্রিম সঙ্কট সৃষ্টি ও অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের সহযোগিতা করার আহবান জানান তিনি। দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন ও রমজান মাস জুড়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সর্বদা তৎপর রয়েছে জেলা প্রশাসন।  এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা চেম্বার অব কমার্স এর সভাপতি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিবর্গ এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
আলোকিত প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০২২/ মওম

 

- Advertisement -
- Advertisement -