প্রতিনিধি,ভান্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভান্ডারিয়ায় স্বপন ঢালী (৫৮) নামের এক মানসিক প্রতিবন্ধীরমরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ভিটাবাড়িয়া ইউনয়িনের মেদিরাবাদ তারাবুনিয়া গ্রামের অভিনাস ঢালীর ছেলে এবং দুই সন্তানের জনক। গতকাল বুধবার সকালে তার বাড়ির অদূরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত স্বপন ঢালীর স্ত্রী শান্তনা রায় জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘড় থেকে বেড় হন। পরে বুধবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে লোকজন আমাকে জানায়। পরে পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসন জানান, মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৩০ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -