আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

হারাগাছ আওয়ামীলীগের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

আরো খবর

নুরুন্নবী নুরু

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মহব্বত খা উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। হারাগাছ থানা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির আহবায়ক শামীম তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রসিক কাউন্সিলর মামুনুর রশীদ মামুন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ মহানগর আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ শাহাদাত হোসেন। বিপুল সংখ্যক উপস্থিতিতে আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোকিত প্রতিদিন/ ২৯ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -