প্রতিনিধি ,ভান্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভান্ডারিয়ায় আল আমীন (৩২) এবং ইউনুস বেপারি (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ভান্ডারিয়া লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে বহনকৃত দুইটি ব্যাগ তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক কারবারি আল আমীন কুমিল্লার চান্দিনার নলকুলি গ্রামের মৃত বজলুর রহমান এর ছেলে এবং ইউনুস বেপারি পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি গ্রামের মৃত শাহজাহান বেপারির ছেলে । ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেনের জানান, আটককৃত দুই মাদক কারবারি ঢাকা-ভান্ডারিয়া নৌরুটের এমভি মহারাজ-৭ লঞ্চে ঢাকা থেকে শনিবার সকালে ভান্ডারিয়া ঘাটে নামে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশী চালায়। এসময় দুইটি ট্রাভেল ব্যাগে রক্ষিত চার কেজি উদ্ধার করে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনা নিশ্চিত করে জানান, আটককৃত দুই ব্যাক্তি পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদে তাদের লঞ্চঘাটে আটকের পর তাদের বহনকৃত দুই ব্যাগে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে ভান্ডারিয়া থানায় একটি মালা দায়েরের প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/ ২৬ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -