প্রতিনিধি,ডিমলা (নীলফামারী)
বর্নাঢ্য আয়োজনে নীলফামারীর ডিমলায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সকালে সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপ ধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় একযোগে জাতীয় পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ডিমলা থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দ্বারা পরিচালিত কুচকাওয়াজ উপভোগ করেন অতিথিগণ।কুচকাওয়াজ এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারীদের মাঝে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা,নারীদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনাসভা এবং ক্রিড়া প্রতিযোগিতা, বিকেলে প্রদর্শনী ফুটবল ম্যাচ, রাতে আতশবাজি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৬ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

