মোঃজিয়াউল ইসলাম
বরগুনার পাথরঘাটা পৌরসভায় ওয়াশ এসডিজি নাগরিক কমিটির উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়েছে। পানির সঠিক ব্যবস্থনা টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে নিরাপদ পানির নিশ্চয়তা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং পানি দূষণ কমানোর বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে।সভায় উপস্থিত ছিলেন পাথরঘাটা পৌরসভার কাউন্সিলর এবং স্বাস্থ্য, পানি, স্যানিটেশন ও পয়:প্রনালী স্থায়ীকমিটির সভাপতি মোঃ রোকনুজ্জামান রুকু, প্যানেল মেয়র-১ মশিউর রহমান, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মোসাফফের হোসেন বাবুল, প্যানেল মেয়র -৩ ফরিদা ইয়াসমিন কলি, কাউন্সিলর এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম কাকন, কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, ওয়াশ এসডিজি নাগরিক কমিটির সভাপতি শফিকুল ইসলাম খোকন, সহসভাপতি, হাসান হাসান মেহেদী সহ সিএসও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এতে বক্তব্য রাখেন কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন,ওয়াশ এসডিজি নাগরিক কমিটির সভাপতি শফিকুল ইসলাম খোকন ও পাথরঘাটা রক্তদান কর্মসূচি প্রত্যয় এর সভাপতি হাসান মেহেদী। বক্তরা বক্তব্যে বলেন, পাথরঘাটায় পানির রিজার্ভ ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ, মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত পানি সমস্যায় ভোগে এর একটি সুব্যবস্থা করা দরকার। পাথরঘাটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাথরঘাটা পৌরসভায় চারটি রিজার্ভ ট্যাংকি যথাশীঘ্রই প্রয়োজন।