আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বেগুনবাড়ী পোস্ট অফিসে অনিয়মের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

রিপন সারওয়ার (মুক্তাগাছা):

ময়মনসিংহ সদর এবং মুক্তাগাছা উপজেলার সীমান্ত ঘেষা বেগুনবাড়ী শাখা পোস্ট অফিসের পোস্ট মাস্টারের বিরুদ্ধে ব্যাপক অনয়িম, স্বেচ্ছাচারিতা ও সেবা প্রদানে অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে ময়মনসিংহ সদর এবং মুক্তাগাছা উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত আঞ্চলিক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও এলাকাবাসী। সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ-পিয়ারপুর সড়কে বেগুনবাড়ী বাজারস্থ মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিল অফিস কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসীসহ মুক্তিযোদ্ধাগণ অংশ গ্রহন করেন। মানববন্ধনে আঞ্চলিক মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান দোলন বলেন, স্বাধীনতার ৫০ বছর আমরা পূর্তি পালন করছি। এখনও একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা চায় না দেশের মানুষ ভাল থাকুক। তারা দেশের উন্নয়নে সব কিছুতেই বিরোধিতা করে আসছে। তিনি বলেন, ব্রিটিশামলে প্রতিষ্ঠিত বেগুনবাড়ি পোস্ট অফিসটির এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। সরকারি ভাবে এ পোস্ট অফিসে ল্যাপটপ, স্ক্যানারসহ যাবতীয় সুবিধা দেওয়া হলেও জনগণ এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। জনগণ সেবা নিতে এসে হয়রানির স্বীকার হচ্ছে। সরকারি ভাবে বিনামূল্যে সেবা নিতে এসে টাকার বিনিময়ে সেবা নিতে হচ্ছে। সরকারি নিয়ম অনুসারে পোস্ট অফিস খোলা না রেখে দায়িত্বরত পোস্ট মাস্টার তার খেয়াল খুশিমত চালাচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ি ৯-২টা পর্যন্ত অফিস খোলার বিধান থাকলেও তিনি সন্ধায় অফিস খোলেন। এতে সেবা গ্রহনকারীরা প্রয়োনীয় সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। তিনি আরও বলেন, সম্প্রতি ডাক বিভাগ অত্র পোস্ট অফিসে ইডিএ হিসাবে যাকে নিয়োগ দিয়েছেন তিনি স্বাধীনতা পক্ষের শক্তি নয় বলে দাবি করেন। তিনি অত্র পোস্ট অফিসে সদ্য নিয়োগ পাওয়া ইডিএ নিয়োগ প্রাপ্তকে বাদ দিয়ে স্বাধীনতা স্বপক্ষের লোকদের নিয়োগ দেওয়ার দাবি জানান। এব্যাপারে দায়িত্বরত ইডিএ আবু সাঈদের কথা হলে তিনি জানান, আমি চলতি মাসের ৬ তারিখ চাকরিতে যোগদান করেছি। সবকিছু গোছাতে একটু সময় লাগবে। আমি কোন রাজনীতির সাথে জড়িত নই। একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে সামাজিক ও মানষিকভাবে হেয়পতিপন্ন করছে। পোস্ট অফিসের নিজস্ব কোন জমি/স্থাপনা নেই। ভাড়ায় অফিস কার্যক্রম চালাতে হচ্ছে। মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর হামিদ খান, বীর মুক্তিযোদ্ধা হুরমুত আলী হুরু, বীর মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল মালেক, এজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, কাঞ্চন মিয়া প্রমুখ। মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -