পারভেজ রুবেল
ট্রাক চাপায় নিহত স্বামী- স্ত্রী লাশ বাড়িতে আসায় এলাকয় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না আর আহজারীতে ভারি হয়ে উঠেছে সেখানকার বাতাস।
নীলফামারীতে মোটর সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার সময় ট্রাক চাপায় উত্তরা ইপিজেড’র শ্রমিক স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন। (১৩ মার্চ) রবিবার সকাল ৭ টায় সৈয়দপুর-নীলফামারী সড়কের কাজীরহাট বাজারে এ দূ্র্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন স্বপন কুমার রায় (৩২) ও তার স্ত্রী সুমি রানী (২৮)। তাঁদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়ায়। নিহত স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র রায়ের ছেলে। তাঁরা উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।আহত হয়েছেন একই মোটর সাইকেলের অপর আরোহী সুকুমার রায় রতন (২৬)।সেও ইপিজেড শ্রমিক এবং নিহত স্বপনের ছোট ভাই। সে নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুএ ও পুএবধূ কে হারিয়ে বাবা মা বাকরুদ্ধ। বাবা মার লাশের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে একমাত্র সন্তান। ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিন শ্রমিক মোটরসাইকেলে বাড়ি থেকে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। আহত হন সতিশ নামের আরেক শ্রমিক। নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, ‘লাশ থানায় নেয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধাক্কা দেয়ার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি।
আলোকিত প্রতিদিন/ ১৩ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -

