আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

খালিয়াজুরীতে লাঠির আঘাতে কিশোর নিহত

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,নেত্রকোণা
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠির আঘাতে এক কিশোর নিহত হয়েছে। নিহত রিয়াদ(১৩) বয়রা গ্রামের ফজলুল হকের ছেলে  (১৩)। সে একই গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। স্থানীয় সূত্রে জানা যায়, আন্দাইর গ্রামের প্রতিপক্ষের লাঠির আঘাত পাওয়া রিয়াদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।  ১৩ মার্চ রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। গতকাল শনিবার দুপুরে সে প্রতিপক্ষের লাঠির আঘাতের শিকার হয়। খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক রিয়াজুল হক জানান, শনিবার দুপুরে আন্দাইর গ্রামের রাস্তায় বাইসাইকেল চালিয়ে রিয়াদ পাশের একটি ট্রলিকে অতিক্রম করার সময় একই গ্রামের আলীর ট্রলিচালক রামিম মিয়া লাঠি দিয়ে রিয়াদের মাথায় আঘাত করলে এতে  গুরতর আহত হয়, তখন তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়া হয়। পরে অবস্থা খারাপ দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য  প্রেরন  করা হয়। এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ দাখিল করেনি। তবে তদন্ত চলছে। তদন্ত শেষে মামলা নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ১৩ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -