আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ইউক্রেনে আটকেপড়া ভারতীয় নাগরিকদের সঙ্গে ৯ বাংলাদেশিকেও উদ্ধার করেছে ভারত সরকার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজেস্ব প্রতিবেদক

ইউক্রেনে আটকেপড়া ভারতীয় নাগরিকদের সঙ্গে ৯জন বাংলাদেশিকেও উদ্ধার করেছে ভারত সরকার। এ জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সূত্রের বরাতে ৯ মার্চ  বুধবার  টুইটারে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।এনডিটিভির খবর অনুসারে, যুদ্ধকবলিত ইউক্রেন থেকে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ পরিচালনা করছে ভারত সরকার। এ অভিযানে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ভারতীয়কে স্বদেশে ফিরিয়ে  আনা হয়েছে। এই অভিযানেই  নয় বাংলাদেশিকে ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারত। আর তার জন্য নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, অপারেশন গঙ্গায় ভারত-বাংলাদেশের পাশাপাশি নেপাল-তিউনিসিয়ার নাগরিকদেরও উদ্ধার করা হয়েছে। সাহায্য করা হয়েছে এক পাকিস্তানি নাগরিককেও। জাতিসংঘের তথ্য অনুসারে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে বিভিন্ন দেশে  গেছে।

আলোকিত প্রতিদিন/ ০৯ মার্চ, ২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -