আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সমগ্র দেশব্যাপী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজেস্ব প্রতিবেদক

মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবেরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান, তার সামরিক মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। ফুল দেওয়া শেষে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এবারও করোনার কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে সশরীরে আসেননি।এরপর দেশের রাজনৈতিক নেতৃবর্গ মন্ত্রী ,আমলা, পদস্থ কর্মকর্তা এবং সর্বস্তরের জন সাধারন পুস্পস্তবক অর্পণ  করেন ।এরই ধারাবাহিকতায় সারা দেশে মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ঃ

রাশেদুজ্জামান তাওহীদ

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরের পূর্বেই জেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানাতে বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠসহ সর্বস্তরের মানুষ জড়ো হতে থাকে কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদমিনারে।এরপর ঘড়ির কাঁটায় সময় যখন রাত ১২টা বেজে ০১ মিনিট তখন শহীদমিনারে একে একে ফুলেল শ্রদ্ধা জানান ডিসি রেজাউল করিমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বাধীন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ, মেয়র কাজিউল ইসলামের নেতৃত্বে কুড়িগ্রাম পৌরসভা।এছাড়াও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ইউনাইটেড প্রেস ক্লাব কুড়িগ্রাম, একুশে পদক প্রাপ্ত উত্তরবঙ্গ যাদুঘর, জেলা আইনজীবী সমিতি, কুড়িগ্রাম জেলা যুবলীগ, ছাত্রলীগ, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মকর্মীবৃন্দ। এরপর ৫২’র ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত।

- Advertisement -

সজিব মিয়া নারায়ণগঞ্জ:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ | 1122308 | কালের কণ্ঠ | kalerkantho

অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি আড়াইহাজার থানা প্রেসক্লাব শ্রদ্ধা অর্পণ করেছেন। থানা প্রেসক্লাব সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক , বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মজিবুর রহমানের নেতৃত্বে আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানানো হয়।আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি যায়যায় দিনের রফিকুল ইসলাম রানা, যুগ্ম সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদের শাহজাহান কবির, অর্থ সম্পাদক ও দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দৈনিক দেশ পত্রিকার মোঃ জিয়াউর রহমান, দৈনিক ইনকিলাবের আলআমিন ভুইয়া, বিজয় টিভির মোস্তফা কামাল, আমাদের আড়াইহাজারের জাইদুল হক ও রাসেল মিয়া ও সোলায়মান হাসান, আলোকিত প্রতিদিনের মোঃ সজিব মিয়া প্রমূখ । পরে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

মোস্তাফিজার রহমা(জাহাঙ্গীর)
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, নিরবতা পালন ও বিশেষ মোনাজাত কর্মসূচী পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার ২১শে ফেব্রুয়ারি সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করা হয়। এরপর বিনম্র শ্রদ্ধায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালনের পর স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়টির মৌলভী শিক্ষক নুর ইসলাম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী পালনকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোস্তম আলী বকসী, প্রধান শিক্ষক বেলাল হোসেন, সহকারী শিক্ষক অজিত কুমার, হানিফ উদ্দিন, ইউনুস আলী, সুজাউদ্দৌলাহ, একরামুল হক, হাছিনা খাতুন, নারায়ণ চন্দ্র, তহিদুল ইসলাম,হেলাল উদ্দিন, খোরশেদ আলম,ইসরাইল হোসেন উপস্থিত ছিলেন।
মোঃ নুর হোসাইন 
২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে নকলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন “শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নকলা উপজেলা পরিষদ হলরুমে ২১শে ফেব্রুয়ারী সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) কাওসার আহমেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)ইসকান্দর হাবিব ।
সোহেল রানা চৌধুরী রাজবাড়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সোমবার... - Somoy News
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গোয়ালন্দ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম শিকদার ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান  মিশুক।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম রানা , সাংগঠনিক সম্পাদক সোহেল রানা চৌধুরী, প্রচার সম্পাদক লুৎফর রহমান সোহাগ প্রমুখ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন মূলত ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয় আমাদের স্বাধীনতার পথ চলা। মায়ের ভাষায় কথা না বলতে পারলে হয়তো আমরা আজ স্বাধীনতা পেতাম না ।আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি।
মোঃহারুনুর রশিদ কচুয়া 
 কচুয়া উপজেলার সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদের প্রতি পৃথক পৃথক ভাবে গভীর শ্রদ্ধা ও শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় শহীদ মিনারে ফুল দিয়ে  পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান শিক্ষক মোঃআবুল কাশেম,সহকারি শিক্ষক বাহাউদ্দীন বাহার,মোঃমাহবুবুর রহমান,মোঃজাকির হোসেন সহ অন্যান্য সহকারি শিক্ষক/ কর্মচারী এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে,কোমলমতি শিশুদের নিয়ে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ করা হয়।
মোঃআলী হোসেন,সাভারঃ
সাভারে ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।সোমবার ভোরে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভাষা শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।এসময় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিল হাজী সেলিম মিয়া,সাভার পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারফত আলী মাসুদ,সাধারণ সম্পাদক হাজী দেলয়ার হোসেন,সাভার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি,সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া,৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মোজাম্মেল সিকদার সহ আরো অনেকে।পরে রাজাশন এলাকার বিভিন্ন স্কুল,ব্যাংক,সামাজিক সংগঠন সহ সকল পেশাজীবী মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
লুৎফর রহমান উজ্জলঃ 
অমর একুশে ফেব্রুয়ারী “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানসূচী শুরু হয়। এরপর সকাল ৬ টা ১ মিনিট থেকে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। দিনের কর্মসূচি হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, মহান ভাষা দিবসের উপর আলোচনা, পুরস্কার বিতরণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়।  আবু রাসেল মোঃ সাইম-এর সঞ্চালনায় সহযোগী অধ্যাপক সুমন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলিম আল রাজি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুল্লাহ তালুকদার। মহান ভাষা আন্দোলনের ওপর আলোচনায় অংশ নেন ডঃ আজাদ খান,  গোপীনাথ দত্ত, জনাব এস এম সাখাওয়াত হোসেন, জনাব রেখা আক্তার প্রমুখ।
পারভেজ রুবেল,(নীলফামারী)
একুশের প্রথম প্রহরে হাজারো মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে নীলফামারীর ডিমলার কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২টা ১মিনিটে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পন শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের।
ডিমলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগ,ডিমলা থানা পুলিশ,ডিমলা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি,উপজেলা যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
জামি রহমান রাজশাহী সারা দেশে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - parbattanews
 অন্যদিকে, এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী। যা সবশেষে  মহান স্বাধীনতা আন্দোলনে রুপ নেয় এবং স্বাধীন শিক্ষা বোর্ড যথাযোগ্য মর্যদায় বিভিন্ন জাতীয় দিবস পালনে বরাবরই অগ্রগামী। মুজিব শতবর্ষে এবারের আয়োজন ছিল আরো ব্যাপক ও সুসজ্জিত। ২১ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিটে নিউ গভঃডিগ্রী কলেজে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী শুরু হয়।  এরপর সকাল ৯.০০টায় রাজশাহী শিক্ষা বোর্ডে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে চেয়ারম্যান মহোদয় দিবসের ২য় পর্যায়ের কর্মসূচী শুরু করেন।   সকাল ১০.৩০ মিনিটে শিক্ষাবোর্ড চত্বরে ” “ভাষা আন্দোলন,মহান মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ ” শিরোনামে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রখ্যাত ইতিহাসবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক দেশবরেণ্য ব্যাক্তিত্ব প্রফেসর ড. আবুল কাশেম।  বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও, বস্তুত এর বীজ রোপিত হয়েছিল বহু আগেবাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়।
আলোকিত প্রতিদিন/ ২১ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -