আজ বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মুজিববর্ষের প্রদেয় একটি ঘরের আশায় দৃষ্টিপ্রতিবন্ধী দাউদ মিয়া

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,নোয়াখালী 
নোয়াখালী জেলার সদর উপজেলার ১নং চরমটুয়া ইউপির ব্রম্রপুর গ্রামের দাউদ মিয়া (২৭) পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চিতয়তায় দিন কাটছে। স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে শশুড় বাড়ীতে কোন রকম মাথা গোঁজার ঠাঁই হয়েছে। শশুর বাড়ীর অবস্থাও তেমন একটা ভালো নয় বলে জানায় দাউদ মিয়া। বছর পাচেক আগে দাউদের চোখের রেটিনায় হঠাৎ সমস্যা দেখা দেয়ায় দৃষ্টি শক্তি প্রায় হারিয়ে ফেলে।উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েও তেমন একটা উন্নতি না হওয়ায় চোখে এখন দেখেন না বললেই চলে। চিকিৎসার জন্য বাপ দাদার সামান্য জমি সেটাও বিক্রি করায় এখন বসতবাড়ি শূন্য হয়ে পথে বসেছেন। পাঁচ ওয়াক্ত নামাজী,ধার্মিক দাউদ জেলা শহরের একটি বাড়ীতে বর্তমানে দারোয়ান হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।ঐদিকে স্ত্রী এবং কন্যা সন্তান গুলোর ভবিষ্যৎ চিন্তায় ২৭ বছরের যুবক দাউদের চোখ বেয়ে অশ্রু নামে । হতাশাগ্রস্ত দাউদের বিষয়ে চরমটুয়া ইউপির চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু বলেন, আমি দাউদ মিয়ার সম্পর্কে তেমন একটা জানিনা। যদি সে দাউদ আমার কাছে আসে তাহলে সরকারের প্রদত্ত দৃষ্টিপ্রতিবন্ধী ভাতার ব্যবস্হা করে দেব । ঘরের বিষয়টা ইউএনও ও জেলা প্রশাসক দেখেন । দাউদ মিয়া জানান,শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে গৃহহীনদের জন্য ঘর প্রদান করছেন।সেখান থেকে যদি আমাকে একটা ঘর দেয়া হয় তাহলে পরিবার পরিজন নিয়ে আমার মাথা গোঁজার ঠাঁই হবে । দুইটি মেয়ের ভবিষ্যৎ বিবেচনা করে হলেও একটি ঘরের জন্য ব্যকুল দাউদ মিয়া ।
আলোকিত প্রতিদিন/ ২১ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -