আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

রিপন সারওয়ার (মুক্তাগাছা):

২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারী উদ্যাপন উপলক্ষে সারা দেশের ন্যায় মুক্তাগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।   মুক্তাগাছা পৌর শহরের শহীদ মিনার ঘুরে দেখা যায়, ২১শে ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে শহীদ মিনারগুলো প্রস্তুত করা হয়েছে। শহীদ মিনারকে সর্বত্র ধোয়া মোছা করে রঙের তুলিতে নতুন করে সাজানো হয়েছে । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করবেন। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হবে। প্রাথমিক স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন এবং মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃতি এবং রচনা প্রতিযোগিতা। সকাল ১১ টায় উপজেলা ভাষা বিপ্লবীদের মরণোত্তর সংবর্ধনা প্রদান, ভাষা শহীদদের আত্মত্যাগের ভাষা আন্দোলনই মুক্তিযোদ্ধের প্রথম সোপান শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ। এছাড়াও সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনাসহ সারাদিন ব্যাপি খোলাট্রাকে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন দেশাত্ববোধক গান পরিবেশনের কর্মসূচী হাতে নিয়েছে এবং যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।

আলোকিত প্রতিদিন/ ২০ ফেব্রুয়ারি ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -