আজ সোমবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

আরো খবর

পারভেজ রুবেল
পুষ্টি, মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদশনীর আয়োজন এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে।বুধবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম প্রাণিসম্পদ মেলা উদ্বোধন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ অনেকে।প্রদর্শনী মেলায় বিভিন্ন খামারীদের ৩০টি স্টল অংশ গ্রহণ করেউদ্বোধন শেষে খামারীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ অতিথি বৃন্দরা এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত গোখামারীদের হাতে গো-খাদ্য ও ভিটামিন তুলে দেন।
আলোকিত প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -