প্রতিনিধি ,কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় বুধবার বিকেলে মহাসড়কে ডাকাতি প্রতিরোধে মতবিনিময় সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃফিরোজ হোসেনের সঞ্চালনায় এবং সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মোঃ আলী আহমেদ খান। তিনি তার বক্তব্যে পরিবহন শ্রমিক এবং যাত্রীদের সচেতনতা মূলক দিকনির্দেশনা দেন।এছাড়া আরো বক্তব্য রাখেন,হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন, সার্কেল সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী, সাভার হাইওয়ে থানার ওসি আতিকুল ইসলাম, গোড়াই হাইওয়ে থানার ওসি আব্দুল আজিজ, মহাখালী বাস টার্মিনালের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক যুগান্তর পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি আব্দুল আলীম সরকার।গাজীপুর জেলার পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সুলতান সরকার প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন পরিবহনের শ্রমিকরা উপস্থিত ছিলেন। এসময় পরিবহন শ্রমিকরা তাদের মতামত ও বিভিন্ন দাবী তুলে ধরেন।
আলোকিত প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -