মোঃ জুবাইর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চট্টগ্রামের উদ্যোগে আফ্রিকান ওমিক্রন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা,ভীড় এড়িয়ে চলা,ঘরের বাইরে মাক্স ব্যবহার করা এবং কোভিড ১৯ এর টিকা গ্রহণসহ চট্টগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে নগর ব্যাপি প্রচার কার্যক্রম চলছে।কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েট ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশনাবলী:
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে নির্দেশনা প্রচার এবং প্রচারণা করছে চট্টগ্রাম জেলা তথ্য মন্ত্রণালয় ।
নির্দেশনাসমূহ হলো-
১। প্রত্যেক নাগরিককে ঘর থেকে বর হওয়ার পূর্বে অবশ্যই মাস্ক, গ্ল্যাভস, হেডকভার পরিধান করতে হবে।
২। ডিউটি পালনকালে কিছু সময় পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং নিয়মিত ডিউটি শেষে সাবান/হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করতে হবে।
৩। কোডিড-১৯ (ওমিক্রন) উপসর্গ দেখা দিলে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৪। প্রত্যেক নাগরিককে কোডিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
৫। প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ‘No Mask No Service’ এবং ’No Mask No Entry’ নির্দেশনা প্রতিপালন করা এবং প্রযোজ্য ক্ষেত্রে মাস্কের ব্যবস্থা রাখতে হবে।
৬। ডিউটিরত সকল ক্ষেত্রে শারীরিক দুরত্ব (কমপক্ষে ৩ ফুট বা ১ মিটার), হাঁচি-কাশির শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলা।
৭। প্রতিটি দফতরে সেবা গ্রহীতা ও দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা নির্ণয় ও হাত ধোয়া/স্যানিটাইজ নিশ্চিত করা।
৮। অপারেশনাল কাজে ব্যবহৃত অস্ত্র, হ্যান্ডকাফ,হ্যান্ডমাইক, মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ইত্যাদি যথাযথভাবে জীবাণুমুক্ত করা।
৯। ডিউটি শেষে আবাসস্থলে প্রবেশের পূর্বে ইউনিফর্ম ও জুতা ভালোভাবে জীবাণুমুক্ত করা এবং সাবান দিয়ে গোসল করা।
১০। ডাইনিং রুম, ক্যান্টিন, বিনোদন কক্ষ, ডিউটিতে যাবার পূর্বে ও ডিউটি হতে ফেরার পরে, সমাবেশস্থলে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর ব্যবহার নিশ্চিত করতে হবে।
১১। কোভিড-১৯ উপসর্গ দেখা দিলে কিংবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিল বা এসেছে এমন সকল নাগরিককে দ্রুততম সময়ের মধ্যে কোভিড পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
১২। কোডিড-১৯ সংক্রাতে ইতোপূর্বে প্রেরিত নির্দেশনা যথাযথ ও আন্তরিকভাবে প্রতিপালন করবেন।
১৩। প্রত্যেক নাগরিককে স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক কোভিড-১৯ (বুস্টার ডোজ) ভ্যাকসিন গ্রহণে নিশ্চিত করতে হবে।
১৪। কোভিড-১৯ সংক্রমণ ঊর্ধ্বমুখী বিধায় প্রত্যেক নাগরিককে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
আলোকিত প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -