আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় মেম্বার   ভূট্টু মিয়ার নামে প্রকাশিত  নিউজের লিখিত প্রতিবাদ

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, নেত্রকোণা 
গত ২০ শে জানুয়ারি দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার অনলাইন পোর্টালে  “নেত্রকোণায় ভুট্টো মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ২ নং মেদিনী ইউনিয়ন পরিষদের  ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ভুট্টো মিয়া। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে থানায়  অভিযোগ   ও তার পেক্ষিতে  সংবাদ প্রকাশিত হয়েছে  তা  সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই  নিউজের   তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।প্রকৃত ঘটনা হচ্ছে নেত্রকোণা সদর উপজেলা সিংহের বাংলা মৌজার খতিয়ান নং- ২৬০ দাগ নং- ১৭২৭ শ্রেণীর নামা ভূমির পরিমাণ ৬৪  শতাংশের মধ্যে ১২ শতাংশ ভূমি রেকর্ডিয় মালিক এর প্রকৃত উত্তরাধিকারদের নিকট হইতে ক্রয় সূত্রে সদর সাব-রেজিস্ট্রি অফিস নেত্রকোণায়   বিগত ১২-০১-২০২২ তারিখের  ৩৭৭ নংসাফ কবলা দলিল মূলে মালিক হন।প্রকৃতপক্ষে আব্দুস সালাম পিতা মৃত. রজব আলী মাসুদ ও বাহাদু উভয়ের  পিতা- আব্দুল  সালাম, গ্রাম কান্দুলিয়া  সদর উপজেলা   অত্যন্ত  দাঙ্গাবাজ কলহপ্রিয়, পরধনলোভী  ভূমি বেদখলকারী  প্রকৃতির লোক বটে। বর্ণিত ভূমি সালাম মাসুদ মিয়া বাহাদুর জোর আমলে বেদখল করে করতে চাইলে আমার স্ত্রী  তসলিমা  আক্তার  উক্ত সম্পত্তির উত্তরাধিকার সূত্রে মালিক হওয়ায় সে বাদী হয়ে বা সে নিজে বাদী হয়েঅভিযুক্তদের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত  ম্যাজিস্ট্রেট  আদালত, নেত্রকোভায় ফৌজদারি  ১৪৫ ধারার  বিধান মতে দাখিল করে।যাহার দরখাস্ত নং ৭১৬/২০২২। উক্ত অভিযোগটি বর্তমানের তদন্তাধীন আছে।অন্য দিকে আমি ২নং মেদনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। মূলত আমার সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস উক্ত উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশিত হয়েছে। আমার বিরুদ্ধে এরুপ অসত্য তথ্য সম্বলিত অভিযোগ আনয়ন কোনভাবেই সমর্থনযোগ্য না বিধায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানাই।
আলোকিত প্রতিদিন/ ২৮ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -