আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বনবিভাগের   অভিযানে ৬০০ ঘনফুট অবৈধ জ্বালানি   কাঠ বোঝাই ট্রাক জব্দ

-Advertisement-

আরো খবর

আবু সায়েম, কক্সবাজার
কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের অভিযানে ৬০০ ঘনফুট জ্বালানি  কাঠ সহ   পরিবহনে নিয়োজিত  ট্রাক আটক করা হয়েছে । বনবিভাগ সূত্রে জানা যায়, ২৭জানুয়ারি   (বৃহস্পতিবার ) রাত ২ টার দিকে চকরিয়া মানিকপুর সড়কে অবৈধভাবে জ্বালানি  কাঠ পাচারের সময় জব্দ করা হয়েছে । এসময়  প্রায় ৬০০ ঘনফুট অবৈধ জ্বালানি   কাঠ জব্দ করা হয়। স্পেশাল টিমের ওসি  ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম  আতা এলাহী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া- মানিকপুর সড়কে একদল বনকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে  প্রায় ৬০০ ঘনফুট অবৈধ জ্বালানি  কাঠ জব্দ করে ফাঁসিয়াখালী  রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।এসময় পাচারকারীরা ট্রাক ভর্তি জ্বালানি  কাঠ রেখে পালিয়ে যায়। কাঠ পাচার রোধে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।  কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার  বলেন,  বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্পেশাল টিম বিশেষ  অভিযান পরিচালনা করে প্রায়  ৬০০ ঘনফুট, জ্বালানি   কাঠ জব্দ করে। সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে   মামলা দায়ের করা হবে।সরকারি সম্পদ রক্ষার্থে  বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ২৭ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -