আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোণায়  ভুট্টু মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি ,নেত্রকোণা : 
নেত্রকোণার সদর উপজেলায় সিংহের বাংলা ইউনিয়নে কান্দুলিয়া গ্রামের মৃত. রজব আলীর ছেলে মোঃ আঃ ছালামের ক্রয় মূল্যে মালিকানাধীন ২০ শতাংশ ভোগ বাসকৃত বসত বাড়ির জায়গা পার্শ্ববতী মেদিনী ইউনিয়নের ভুট্টু মিয়া মৃত. সাজু মিয়ার ছেলের  বিরুদ্ধে অবৈধভাবে জায়গা দখলের  লিখিত অভিযোগ করে জায়গার মালিক মো: আ : ছালাম। মেদনী গ্রামের  সিংহের বাংলা মৌজার খতিয়ান নং – ২৬০, দাগ নং-১৭২৭ যা আঃ ছালাম তার দুই ছেলে বাহাদুর ও মাসুদের নামে ক্রয় করেন। অভিযোগ সূত্রেজানা যায়, সুদখোর, উশৃঙ্খল,খারাপ প্রকৃতির লোক। উক্ত সম্পত্তি তফসিলে ভূমি সাফ কাওলামূলে মালিক হয়ে দীর্ঘদিন যাবত ভোগদখলে আছি। বিবাদী পূর্ব হইতেই আমাদের সাথে অবৈধভাবে শত্রুতা করে আসছে। তিনি আরো জানান, গত ১৩/০১/২০২২ ইং তারখে অনুমান ১ টায় কুচক্রী মহল সহ বহিরাগত সন্ত্রাসী লোকজন আমার জায়গায় প্রবেশ করে জবরদখলের চেষ্টা করে এবং ঘর নির্মাণে বাঁধা প্রদান করে আমাকে  এবংআমার পরিবার কে খুন করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। এ ব্যাপারে জানতে টেলিফোনে বারবার ভুট্টু মেম্বার কে পাওয়া যায়নি। অভিযোগকারী আঃছালামের বসত বাড়ির জায়গা  এবং তার পরিবার কে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং সুদৃষ্টি কামনা করেন। এলাকার শতাধিক নারী পুরুষ ভুট্টু মেম্বারের এই অত্যাচারের হাত থেকে বাঁচতে চায়। দখলকারী ভুট্টাুর সাথে  মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,  অভিযোগ অস্বীকার করেন এবং  এই   জমি তার দাদা শশুর কিনে রেখেছিলো , ছালামের কাছে বন্ধক ছিল,এর মধ্যে  চাচা শশুর ফজু মিয়া ছালামকে  দলিল করে দিয়েছে। আরও বলেন পুলিশ  এসে আইনি ব্যবস্থা  নিতে বলে গিয়েছে। এদিকে এ এস আই সাইফুল জানান,  লোকজনের সাথে এবং বাদি বিবাদির সাথে  কথা বলেন।  সেখানে গেলে জানা যায় উভয়েই  দলিল রয়েছে   তার মধ্যে  বাদির দলিল আগের।  তাছাড়া  তদন্ত সাপেক্ষে আদালত রির্পোট পাঠানো হবে।
আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -