আজ সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় ৮ বছর পলাতক আসামি গ্রেফ তার

-Advertisement-

আরো খবর

মোহাম্মদ জুবাইরঃ
চট্টগ্রামে রাঙ্গুনিয়ার আলোচিত ও চাঞ্চল্যকর মাহাবুব হত্যাকান্ডের ০৮ বছর ধরে পলাতক এবং হত্যাসহ ০৪ মামলার আসামী মোঃ জাশেদ মিয়া চৌধুরী ( ৪৭ ) সন্ত্রাসী  র‌্যাবের হাতে আটক । র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । র‌্যাব-৭,প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক , চাঁদাবাজ,সন্ত্রাসী,ডাকাত,খুনি,বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার,মাদক উদ্ধার,ছিনতাইকারী, অপহরণকারী,মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ।
২০১৪ সালের ১৬ নভেম্বর রাগুনিয়ার ইসলামপুরে গলাচিপা এলাকায় চায়ের দোকান থেকে মাহবুব আলমকে দুপুরে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত । তাকে তুলে নিয়ে গিয়ে প্রথমে লোহার রড দিয়ে বেধড়ক পিটানো হয় । এরপর নির্মমভাবে ছুরিকাঘাত করা হয় । এতেও ক্ষান্ত হননি খুনিরা । মাথার পিছনে জখম করে এবং পায়ের গোড়ালী কেটে দেয় । তারপর মৃত্যু নিশ্চিত করতে করা হয় গুলি । এমনই একজন নিরস্ত্র নিরীহ ব্যক্তিকে দিনে – দুপুরে নৃশংসভাবে হত্যা করে খুনিরা । উক্ত ঘটনায় নিহতের স্ত্রী গত ২১ নভেম্বর ২০১৪ তারিখে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ২১ ( ১১ ) ১৪ , জআর নং -২১২ / ১৪ , দায়রা নং -২৩২৫ / ১৮ , ধারা ৩৬৪/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড । র‌্যাব-৭ , চট্টগ্রাম উক্ত হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে । ছায়াতদন্তের একপর্যায় র‌্যাব-৭ চট্টগ্রাম,জানতে পারে যে , উক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জাশেদ মিয়া চৌধুরী ওরফে সন্ত্রাসী জাশেদ ঢাকা হতে রওয়ানা হয়ে যাত্রীবাহি বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে । উক্ত তথ্যের ভিত্তিতে  ১৯ জানুয়ারি ২০২২ ইং তারিখে রাত ১:০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকায় ঢাকা – চট্টগ্রাম গামী যাত্রীবাহি বাস হতে আসামী মোঃ জাশেদ মিয়া চৌধুরী ( ৪৭ ) ওরফে সন্ত্রাসী জাশেদ,পিতা- মো.আব্দুল মান্নান চৌধুরী,সাং- পেয়ার মোহাম্মদ চৌধুরীর বাড়ি,থানা- রাঙ্গুনিয়া,জেলা চট্টগ্রামকে আটক করে ।  উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে । জিজ্ঞাসাবাদে জানা যায় যে , এলাকায় আধিপত্য বিস্তার,কাঠ ও বালু ব্যবসার বিরোধের জেরে মাহবুবকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে তুলে নিয়ে ঠান্ডাছড়ি এলাকায় ছুরিকাঘাত এবং গুলি করে হত্যা করা হয় ।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন ।
আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -