আজ সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম কলেজের অফিস সহায়ক ‘দাদু’র মর্মান্তিক মৃত্যু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আব্দুল সাত্তার

চট্টগ্রাম কলেজের পূর্ব গেইটের সামনে রাস্তা পার হওয়ার সময় এক কলেজ কর্মচারীর মৃত্যু হয়েছে। ১৪ জানুয়ারি শুক্রবার রাত ১২ টায় চট্টগ্রাম কলেজের হোস্টেল পূর্ব গেইটের সামনে সিরাজউদ্দৌল্লা রোডে সিএনজি চালিত টেম্পুর ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৫৫)। তিনি চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটা দ্রুত গতির টেম্পুর ধাক্কায় দূরে ছিটকে পড়েন ইব্রাহিম। এসময় তার মাথা থেকে রক্ত পড়া শুরু হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।নিহত ইব্রাহিম একজন অফিস সহায়ক হলেও কলেজের সব শিক্ষার্থী তাকে দাদু হিসেবেই ডাকতেন। সরল চালচলনের মিষ্টভাষী এই লোকটির প্রয়ান মেনে নিতে পারছেন না চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের মাঝে। এ বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, আমরা আমাদের ইব্রাহিম দাদুর হত্যার বিচার চাই। বেপরোয়া চালকদের অসাবধানতার জন্যই প্রতিদিন কোন না কোন সন্তান তার বাবাকে হারাচ্ছে, পরিবার তার সদস্যদের হারাচ্ছে। এই বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, গতকাল (শুক্রবার) রাতে কলেজ হোস্টেলের পূর্ব গেইটে একটি দুর্ঘটনা ঘটে, এতে একজন নিহত হন। তাৎক্ষনিক আমরা ঘাতক টেম্পুটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। এই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আমরা দ্রুত অপরাধীকে আটকের চেষ্টা করছি।

আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -